ছাগলের বদহজম হলে কি খাওয়াতে হবে?

 ছাগলের বদহজম হলে কি খাওয়াতে হবে: ছাগলের বদহজম হলে  কি খাওয়াতে হবে সে বিষয়ে অনেকে জানে না, তাই আজকে আর্টিকেলে আমরা জানবো ছাগলের বদহজম হলে কি খাওয়াতে হবে  সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিচে তুলে ধরা হলো।


ছাগলের বদহজম হলে কি খাওয়াতে হবে


                       ছাগলের বদহজম হলে কি খাওয়াতে হবে


    সাধারণত অনেক মানুষ আছেন যারা জানে না যে ছাগলের পেট ফুলে গেলে কিংবা পেটে বদহজম হলে  কতটুকু সোডা দিতে হয়। আবার এগুলো নিয়ে অনেকের মধ্যে ভিন্ন ধরনের প্রশ্ন থাকে, তাই চলুন আমরা সঠিক তথ্যটুকু জেনে নিই। আমরা মানুষের মধ্যে যেমন বিভিন্ন ধরনের বদ হজমজনিত সমস্যা বা গ্যাস্ট্রিক জনিত সমস্যা হয় ঠিক তেমনই  বিভিন্ন পশু পাখির মধ্যেও এই ধরনের সমস্যা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হলো যদি আপনার ছাগলের এ ধরনের সমস্যা হয়ে থাকে।  তাহলে পরিমাণ মতো পানিতে সোডা  মিক্স করে খাওয়াবেন অথবা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াবেন, এতে করে ছাগলের পেট অথবা  গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হয়ে যাবে এছাড়াও এটির কারণে ছাগলের জ্বর বা বিভিন্ন ধরনের মিত্যুর মতো ঘটনা  সমস্যা হতে পারে। 




                                  ছাগলের পেট ফুলে গেলে কি করনীয়

বিশেষ করে ছাগলের পেট ফুলে গেলে আমরা বুঝতে পারি যেমন, আপনি লক্ষ্য করবেন যে আপনার ছাগলের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এবং হাঁটাচলা স্বাভাবিক না এছাড়াও দেখবেন চুপচাপ দাঁড়িয়ে থাকা ও ছটফট করে তাহলে বুঝে নিবেন আপনার ছাগলের পেটে গ্যাস হয়েছে এবং ধীরে ধীরে ফুলে যায় এবংগ্যাসের যদি সমস্যা হয়ে থাকে তাহলে দেখবেন ছাগলের পেট   ফুলে যাবে। ছাগলের পেটের গ্যাস দূর করার জন্য গ্যাস নাশক কিছু ওষুধ রয়েছে, যেমন নব্বলট  সিরাপ ও জাইমোবেট পাউডার এগুলো যদি ঠিক নিয়মে খাওয়ান।  তাহলে ছাগলের পেটের সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে এছাড়াও আপনি চাইলে বাড়িতে খাবারের সোডা  পানির সাথে ছাগলকে খাওয়াতে পারেন। 



ছাগলের বদহজম হলে কি খাওয়াতে হবে


         ছাগলের পেট ফাঁপা দূর করতে কতটুকু সোডা ব্যবহার করতে হবে


ছাগলের গ্যাসের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, যেমন মনে করেন আপনি যদি অতিরিক্ত দানাদার খাবার ছাগলকে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে তারা তাদের পেটে সহজে হজম করতে পারে না, যার ফলে পেট প্রভাব বা গ্যাস্ট্রিক জনিত সমস্যা হয়ে থাকে।  এছাড়া ও বিভিন্ন কারণেও ছাগলের পেটে ফাঁপা সমস্যা দেখা দিতে পারে যেমন আপনি যদি ছাগলকে নিয়মিত পচাবাসী খাবার খেতে দেন সে ক্ষেত্রেও গ্যাসের সৃষ্টি হতে পারে। এ সকল কারণে ছাগলের জ্বর  ও মুখে ঘা মত সমস্যা এ ছাড়াও পাতলা পায়খানা ও হতে পারে।এ সকল সমস্যা হলে যদি আপনি সোডা সঠিক নিয়মে ছাগলকে খাওয়াতে পারেন সে ক্ষেত্রে ছাগল খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।  দশগ্রাম সোডা  নিয়ে আপনি ১০০ মিলিমিটার পানির সাথে মিশে করে এবং  কিছু লবণ দিয়ে ছাগলের খাওয়াতে পারে পেটের সমস্যা অনেকখানি  দূর হয়ে যাবে। যদি দেখেন তাতেও কাজ হৈতেসেনা, সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 



                            ছাগলের প্রসাব পায়খানা বন্ধ হলে করণীয় কি


কি কারনে ছাগলের প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায় অনেকেই এই  বিষয় জানে না, কারণ যখন কোন ছাগলকে অতিরিক্ত দানাদার খাদ্য  এবং যদি শুকনো খাবার বেশি খাওয়ানো হয়।  সেক্ষেত্রে ছাগল এর  প্রসাব পায়খানা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।যেমন  খর ও শুকনো পাতা এবং পানির পরিমাণ যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে পেটে গ্যাস হয়ে প্রসাব বন্ধ হয়ে যেতে পারে।  এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় পাথরের কারণে ও প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে এই সমস্যার থেকে বের হতে হলে ঘরোয়া কিছু উপাদান রয়েছে যা প্রয়োগের মাধ্যমে ছাগলের সমস্যা সহজেই দূর করা যায়।  জলপাই পাতা এটিতে ঔষধি গুণ রয়েছে যা আপনি আপনার ছাগলকে খাওয়ালে এই  সমস্যা দূর হয়ে যাবে।  এছাড়াও ৫০০ গ্রাম পানির সঙ্গে ৫০ গ্রাম খাবার সোডা ও ৫০ গ্রাম আদা একসঙ্গে মিক্স করে দিনে পাঁচবার নিয়মিত খাওয়ালে দেখবেন আপনার ছাগল অনেকটাই ভালো হয়ে গেছে। 



                                   ছাগলের পেটে ব্যথার কারণ কি


অনেক কারণেই ছাগলের পেট ব্যাথা হতে পারে,তাই বেশ কিছু লক্ষণ নিচে তুলে  আলোচনা করা হলো:

অপর্যাপ্ত বা অস্বাস্থ্যকর খাবার:পেট ব্যথার অন্যতম কারণ হলো পুষ্টির অভাব ও বিভিন্ন ধরনের ক্ষতিকারক উদ্ভিদ খাওয়ার ফলে এই সমস্যা হতে পারে। 

বিষক্রিয়া:বিশেষ করে যারা ছাগল পালন করে থাকে তারা তাদের ছাগলকে বিভিন্ন মাঠে-ঘাটে ছেড়ে দেয় যার ফলে বিভিন্ন ধরনের পতাপাশি খাবার ও ক্ষতিকারক উদ্ভিদ খাওয়ার ফলে এই ব্যাথা হতে পারে। 

ব্লোটিং: পেটে গ্যাস জমে যাওয়া বা ফুলে যাওয়া ব্লটিং নামে পরিচিত এটি খাবারের সঙ্গে অতিরিক্ত বাতাস বা বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমেও শরীরে প্রবেশ করে ফলে পেট বেতার মত সমস্যা হতে পারে। 

আন্ত্রিক পরজীবী: গোলকীট, টেপওয়ার্ম বা অন্যান্য আন্ত্রিক পরজীবীর ফলেও এই ধরণের সমস্যা হতে পারে। 






উপসংহারঃ ছাগলের বদহজম হলে কি খাওয়াতে হবে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য আমি আজকে আর্টিকেলে তুলে ধরেছি আমি আশা করি আপনাদের প্রশ্নের প্রয়োজনীয় উত্তর আজকের পোস্টের মধ্যে পেয়ে যাবেন যদি আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না
Previous Post
No Comment
Add Comment
comment url