পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ?
পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ:পেটে ব্যথা হলে সকলেই প্রথমে মহিলাদের কথা বলে থাকেন, তবে পুরুষের ক্ষেত্রেও তলপেটে ব্যাথা হয়ে থাকে। অনেকেই জানে না এই ব্যথা কেন হয়, তাই আজকের এই আর্টিকেলে আমরা জানবো পুরুষের র তলপেটে ব্যথা কিসের লক্ষণ।
পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ
বিভিন্ন কারণে পুরুষের তলপেটে ব্যথা হতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হলো ইউরিন ইনফেকশন। তাই সে ক্ষেত্রে ইউটিআই নিয়ে সতর্ক থাকতে হবে, তবেই আপনি ভালো থাকতে পারবেন। আসলেই অনেক কিছু দেখা যায় কিডনি, ব্ল্যাডার, টিউন, হয়ে ইউরেটার টিউব হয়ে প্রস্রাব বাইরে যায়। এবং এই অঙ্গ গুলোই একত্র হয়ে তৈরি হয় ইউরিনারি ট্র্যাক্ট, গুলোর মধ্যে কোন একটি ইনফেকশন হলে আপনাকে বুঝে নিতে হবে আপনার গভীরে সমস্যা রয়েছে। আর এই অসুখের নামই হল ইউ টি আই। আরে এই অসুখটি বেশিরভাগ সময় মানুষকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ফেলে থাকে। সেই ক্ষেত্রে এটি একবার হলে, বারবার এই সমস্যা দেখা দিতে পারে,তাই অবশ্যই জেনে রাখা জরুরীতে যে ডায়াবেটিসের কারণেই এই অসুখ বার বার আক্রমণ করে থাকে।
তল পেটের বাম পাশে ব্যথা কেন হয়
পুরুষের তলপেটে বাম দিকে ব্যথা বিভিন্ন কারণ হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি কারণ নিচে তুলে ধরা হলো।
১)পাকস্থলী সমস্যা:পুরুষের তলপেটে ব্যথার অন্যতম কারণ হলো পাকস্থলীতে সমস্যা, এটি বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন ভাজাপোড়া খাওয়ার ফলে বদ হজম,গ্যাস্টিক,কিডনী পাথরে কারণেও তল পেটে ব্যথা হতে পারে।
২)কোলনের সমস্যা: বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়,কোলন সমস্যার কারণে ও পুরুষের তলপেটে বাম দিকে ব্যাথা হতে পারে ডাইভারটিকিউলাইটিস বা ডাইভারটিকিউলামের প্রদাহ।
৩) প্রস্টেট ইনফেকশন হতে পারে:এটি একটি ব্যাকটেরিয়াজনিত সমস্যা, যা সংক্রমণের ফলে হয়ে থাকে। যার ফলে প্রসাব এ জ্বালাপোড়া, মূত্রথলিতে রক্ত জমাট ইত্যাদি জনিত সমস্যা দেখা দিতে পারে।
৪)তীব্র ব্যাকটেরিয়াল প্রস্টেটাইটিস:এ সমস্যাটি বেশিরভাগ পুরুষদের মধ্যে বেশি দেখা যায়, ফলে প্রস্টেট গ্রন্থির সংক্রমনের ফলে মুত্র পিন্ডের ব্যথা এবং মূত্র পিন্ডের চাপের সমস্যা সৃষ্টি করে, যার ফলে পুরুষের তলপেটে বাম দিকে ব্যথা করে।
পুরুষের তলপেটে ডান দিকে ব্যথার কারণ
বর্তমান সময়ে ইউরিন ইনফেকশন খুবই পরিচিত একটি রোগের নাম, এটি নারী পুরুষ উভয়ের আক্রান্ত হতে পারে। এই ইউরিন ইনফেক্শন ফলেই বেশির ভাগ সময় পেটে ব্যথা হয়ে থাকে। তাই সঠিক সময়ে সঠিকভাবে কিছু নিয়ে মেনে চললেই এই রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। পুরুষের তল পেটের ডান দিকে ব্যথার বেশ কিছু কারণ নিচে তুলে ধরা হলো:
১)পাচনাময় সমস্যা: পাচনাময়সমস্যার কারণে ওপুরুষের তলপেটে ডান দিকে ব্যাথা হতে পারে, যেমন আপনি যদি অতিরিক্ত খাবার খেয়ে থাকেন বা অপ্রয়োজনীয় খাবার অতিমাত্রায় খেয়ে ফেলেন সে ক্ষেত্রে আপনার পাচনাময় সিস্টেম কাজ করতে পারে না, যার ফলে এই ব্যাথা সৃষ্টি হয়।
২)গ্যাস জনিত সমস্যা: অতিরিক্ত ভাজাপোড়া বা মসলাযুক্ত খাবার খাওয়ার ফলে তলপেটের ডান দিকে ব্যাথা হতে পারে, তাই অতিরিক্ত ভাঁজে পড়া না খাওয়াই ভালো।
৩)অ্যাপেন্ডিসাইটিস: আমরা সকলেই এপেন্ডিসাইটিস এর ব্যাথা সম্পর্কে পরিচিত, অনেক ক্ষেত্রে এই এপেন্ডিসাইটিসের কারণেও তলপেটের ডান দিকে ব্যাথা হতে পারে। তাই এ ধরনের সমস্যা হলেই বিশেষত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৪)কিডনি পাথর:বর্তমানে আমরা দেখতে পাই ছোট বড় সব বয়সী মানুষেরই এই কিডনি পাথর সমস্যাটা হয়ে থাকে। তাই এটি তলপেটে ডান পাশে ব্যথার অন্যতম কারণ হতে পারে।
পুরুষের তলপেটে ব্যথা থেকে বাঁচতে হলে করণীয় কি
পুরুষের তলপেটে ব্যথা থেকে বাঁচতে হলে বেশ কিছু পদক্ষেপ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো নিচে আলোচনা করা হলো:
১)স্বাস্থ্যকর খাদ্য: আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে . কেননা অস্বাস্থ্যকর খাবারের ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাসা বাঁধে, তাই পর্যাপ্ত পরিমাণ ফল, সবজি, প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত।
২)ব্যায়াম: আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ব্যায়ামের কায্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই সপ্তাহে অন্তত তিন দিন ব্যায়াম করা উচিত, তাহলে স্বাস্থ্য এবং মন দুটোই ভালো থাকে এবং শরীর থেকে সংক্রামক দূর হয়ে যায়।
৩) সঠিক পদ্ধতিতে বসা ও বাঁকা করা:পুরুষের তলপেটে ব্যথা আরো একটি অন্যতম কারণ হলো সঠিক পদ্ধতিতে না বসা। অনেক সময় দেখা যায় পুরুষেরা যেমনে সেমনে যেখানে সেখানে বসে থাকি। যার ফলে আমাদের তলপেটে ব্যাথা হতে পারে, তাই সঠিকভাবে বসলে অবশ্যই আপনাকে পিঠ এবং কোমর দুটি সমান করে বসতে হবে তাহলে এই ব্যাথার সম্ভাবনা অনেকখানি কমে যায়।
৪)পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন:অধিকাংশ সময় দেখা যায়, ইউরিন ইনফেকশন অথবা কিডনি পাথরজনিত সমস্যার কারণে পুরুষের তলপেটে ব্যথা হয়ে থাকে। সেই ক্ষেত্রে প্রতিদিন যদি পর্যাপ্ত পরিমান পানি পান করাযায়, তাহলে এই তলপেট দেখা অনেকটাই মুক্তি পাওয়া যায়।
৫)সঠিক সময়ে খাবার গ্রহণ:আমরা মানুষেরা অনেকে আছে খাবার গ্রহণের ক্ষেত্রে অলসতা করে থাকি, যেমন অনেকে আছেন সকলের নাস্তা দুপুরে খান, দুপুরে খাবার বিকালে খায়,যার ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগ এর সৃষ্টি হয় যেমন,প্রসাব ইনফেক্শন,কিডনী পাথর সহ নানা ধরণের সমস্যা হয়ে থাকে তাই অবশই নিয়ম মেনে খাবার খেতে হবে।
প্রশ্ন উত্তর পর্ব :পুরুষের তলপেটে ব্যথার লক্ষণ কি কারণে হতে পারে সে বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনা করা হলো:
১)পুরুষের তলপেটে ব্যথা কেন?
উত্তর :পুরুষের তলপেটে বিভিন্ন কোন ব্যাথা হতে পারে যেমন,অ্যাপেন্ডিসাইটিস,মূত্রথলির প্রদাহ,প্রস্রাবের ইনফেকশন,কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা,পেটের টিউমার,ইত্যাদি।
২) তল পেটের বাম পাশে ব্যথা কেন হয়?
উত্তর :পেটের তলপেটে বাম পাশে ব্যথার কারণগুলো হলো,পাকস্থলী সমস্যা,কিডনি সমস্যা,কোলন সমস্যা,কোলন সমস্যা,ইত্যাদির কারণে হয়ে থাকে।
৩)গ্যাস্ট্রিকের কারণে কি পেটে ব্যথা হয়?
উত্তর :গ্যাস্ট্রিকের কারণে তলপেটে ব্যাথা হতে পারে, যেমন অল্প খাবার খেলে পেটে ব্যাথা হতে পারে। এছাড়াও গ্যাস্টিক বা পাচনতন্ত্রের অন্যান্য সমস্যার কারণেও কিন্তু তলপেটের ব্যাথা হতে পারে।
পোষ্ট টেগ : পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ,তল পেটের বাম পাশে ব্যথা কেন হয়,
পেট ব্যাথার জন্য কি ঔষধ খেতে হবে,প্রস্রাব করার পর তলপেটে ব্যথা কেন হয়, তলপেটে নাভির নিচে ব্যথা,পুরুষের কোমর ও তলপেটে ব্যথার কারণ,হঠাৎ তলপেটে ব্যথার কারণ,
উপসংহার: পুরুষের তলপেটে ব্যথা কিসের লক্ষণ বা কেনই বা পুরুষের তলপেটে ব্যথা হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা আজকের এই পোস্টেরর মধ্যে তুলে ধরেছি। আমি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আজকের এই প্রশ্নের মধ্যে পেয়ে যাবেন। আমার এই পোস্টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না।