পাথরকুচি পাতা খাওয়ার উপকারিতা কি?

 পাথরকুচি পাতা খাওয়ার উপকারিতা কি:প্রাচীনকাল থেকেই নানা রোগের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ঔষধি গাছ ব্যবহারহয়ে আসছে।  কিন্তু আমরা অনেকেই জানিনা এগুলোর মধ্যে  মধ্যে অন্যতম একটি গাছ হলো পাথরকুচি পাতা,তাই আজকের এই পোস্টে আমরা জানবো পাথরকুচি পাতার উপকারিতা। 


পাথরকুচি পাতা খাওয়ার উপকারিতা কি


                       পাথরকুচি পাতা খাওয়ার উপকারিতা কি


পাথরকুচি এটি অন্যতম একটি ওষুধ ঔষধি উদ্ভিদ, যা প্রাচীনকাল থেকে বিভিন্ন রোগের চিকিৎসা হিসেবে ব্যবহারিত হয়ে আসছে। সাধারণত এই গাছটি বিভিন্ন উপকারিতা রয়েছে যেমন, সর্দি, কাশি, পেট ফাঁপা পেটেব্যথা, মিরগী রোগ সহ নানা ধরণের চিকিৎসা হয়ে থাকে। এই পাথর কুঁচি পাতার রসের মাধ্যমে। এই গাছটি সাধারণত দেড়  থেকে দুই ফুট উঁচু হয়,এই গাছে অনেকগুলো ছোট ছোট গোল খোঁজ  থাকে।  আর এই খোঁজ  থেকেই নতুন চারা জন্ম হয়, আর এই পাতা মাটিতে ফেলে রাখলেই নতুন চারা পাওয়া যায়। 



                         খালি পেটে পাথরকুচি পাতা খেলে কি হয়


আমাদের চারপাশে অসংখ্য ঔষধি গাছ রয়েছে, আমরা অনেকেই জানিনা এটি না জানার ফলে বিভিন্ন ধরনের গাছের পাতা সংগ্রহ করে তার রস খেয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।  তাই আপনি যদি পাথরকুচি পাতার সঠিক উপায়ে রস করে খেতে পারেন, তাহলে অবশ্যই উপকারিতা পাওয়া যায়। সাধারণত কখন আপনি খালি পেটে এই পাথরকুচি পাতা রস খাবেন, চলুন জেনে নেয়া যাক। বিশেষ করে যাদের মারাত্মক ডায়রিয়া ও কলেরা অথবা টয়লেট করার সময় রক্ত বের হয়, এই ধরনের সমস্যা যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে খালি পেটে এই পাথরকুচি পাতা নিয়মিত খেতে হবে এটি খাওয়ার সবচেয়ে কার্যকারী উপায় হচ্ছে।  বিশেষ করে প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠার পর খালি পেটে যখন আপনি থাকবেন ঠিক তখন জিরা গুঁড়ো করে তারপর পাথরকুচি পাতার সঙ্গে মিক্স করে খালি পেটে খেয়ে ফেলতে হবে। আপনাদের যদি এভাবে মিস করে খেলে সমস্যা তাহলে একটু লবণ এবং চিনি মিস করে খেতে পারেন। 


পাথরকুচি পাতা খাওয়ার উপকারিতা কি



                               পাথরকুচি পাতা খাওয়ার উপকারিতা


পাথরকুচি পাতার ঠিক যেমন অনেকগুলো ওষুধি গুন রয়েছে ঠিক তেমনি এর ক্ষতিকর দিক রয়েছে। তবে এটির উপকারী দিকটাই বেশি,পাথরকুচি পাতার অর্থ কি, অনেকেই হয়তো বা এটার অর্থ জানি না।  এক কথায় বলতে গেলে আমাদের শরীরের যেই স্থানে ছোট ছোট পাথরের সৃষ্টি হয় এবং অনেক চিকিৎসা করার পরেও যদি শরীর থেকে এ পাথর বের না হয়। সেই ক্ষেত্রে আপনি পাথরকুচি পাতা খেয়ে দেখতে পারেন, এটি পাথরকে নষ্ট করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যখন কোন মানুষের পেটে পাথরের সৃষ্টি হয় তখনই কিডনির দুপাশে অতিরিক্ত ব্যথা উঠে যা সহ্য করার মতো না। তাই অনেকেই বিভিন্ন ধরনের পাথর হয়ে থাকে প্রায় আপনারা যদি এই প্রাকৃতিক পাথরকুচি পাতা খেতে পারেন। তাহলে  অবশ্যই শরীরের মধ্যে পাথরে সৃষ্টি হলে এর পাতার রসের মাধ্যমে তা সেরে যাবে, অনেকের গলার মধ্যেও পাথর দেখা যায় এর জন্য নির্দিষ্ট পরিমাণ পাথরকুচি পাতার রস  নিয়মিত খেতে পারলেই অবশ্যই আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। এটি খুবই ক্ষতিকর একটি রোগ যেটি রক্তের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। এর ফলে আমাদের শরীরের বিভিন্ন স্থানে হলুদ কালার হয়ে যায়,  যার অন্যতম সমস্যা হচ্ছে লিভার ফাংশন।  আমাদের লিভারে যদি কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এটি অবশ্যই জন্ডিসের মতো মারাত্মক ধারণ করতে পারে। তাই  অবশ্যই আপনাকে নিয়মিত এই পাতার রস খেতে হবে তাহলে আপনি কিডনি পাথর সহনানা ধরণের  সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 


                        পাথরকুচি পাতা খাওয়ার অপকারিতা


পাথরকুচি পাতার অতিরিক্ত হওয়ার পরে শরীরের বিভিন্ন সমস্যা হতে পারে,নিয়ম অনুযায়ী ঠিকমতো খেলে কোন সমস্যা হবে না। এছাড়াও অতিরিক্ত পাথরকুচি পাওয়ার পাতা খাওয়ার ফলে মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এতে করে কোন খাবার খেতে মন চায় না তাই সতর্ক হওয়া উচিত এবং নির্দিষ্ট নিয়ম মেনে হওয়া উচিত।পাথরকুচি পাতা শুধুমাত্র আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করা উচিত নয়। এই বিষযে অনেকেই জানেনা এছাড়াও পাথরকুচি পাতার অত্যাধিক ব্যবহারের ফলে শরীরে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। পাথরকুচি পাতায় ক্যালসিয়াম এক প্লেট নামক এক ধরনের রাসায়নিক উপাদান থাকে যা মানুষের তর্কে বা চামড়ায় এলার্জি তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে যেমন ত্বকে লালচে ভাব, ফুলে যাওয়া, খুশখুশ করা, জ্বালাভাব ও চুলকানি মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।




পাথরকুচি পাতার উপকারী বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর আপনাদের মাঝে তুলে ধরা হয়:

১)পাথরকুচি পাতা কখন খেলে উপকার পাওয়া যায়?

উত্তর :পাথরকুচি পাতা খালি পেটে খেলে উপকার পাওয়া যায়। খালি পেটে পাথরকুচি পাতা খেলে শরীরের জ্বালাপোড়া দূর হয়ে যায়। 

২)পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম?

উত্তর :খালি পেটে পাথরকুচি পাতা খেলে উপকার হয়। 
পাথরকুচি পাতা টার সাথে জিরা ও ঘি মিশিয়ে কিছুদিন খালি পেটে খেলে শরীরের জ্বালাপোড়া দূর হয়ে যায়। 

৩)কিডনি পাথর সারাতে কি কাজ করে এই রস?

উত্তর :পাথরকুচি পাতা কিডনি রোগসহ আরো বিভিন্ন রোগের উপকারে আসে এছাড়াও 
পাথরকুচি পাতা জন্ডিস নিরাময় ও রক্তচাপ আয়ত্তে রাখতে পারে। 



পোস্ট ট্যাগ:পাথরকুচি পাতার রস কিভাবে খেতে হয়,পাথর কুচি পাতা খেলে কি উপকার,পাথরকুচি পাতার বৈজ্ঞানিক নাম কি,পাথরকুচি গাছ কেমন,খালি পেটে পাথরকুচি পাতা খেলে কি হয়,পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম,পাথরকুচি পাতার উপকারিতা অপকারিতা,পাথরকুচি পাতার বিজ্ঞানসম্মত নাম,পাথরকুচি পাতার বৈশিষ্ট্য। 




উপসংহার: পরিশেষে আমরা জানতে পারলাম পাথরকুচি পাতা খাওয়ার উপকারিতা এবং এই  পাতার রস খাওয়ার ফলে আমাদের শরীরের উপকার এবং অপকার এই দুটি বিষয় আজকের এই পোস্টে আমি তুলে ধরেছি। আমি আশা করি আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর আজকে এই পোষ্টের মধ্যে পেয়ে যাবেন। আমার  এই পোস্টটি  যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। 







 


                    
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url