বেলি ফুল কখন ফোটে ?
বেলি ফুল কখন ফোটে: বেলি খুবই পরিচিত একটি নাম, আমরা অনেকেই বেলি ফুলের যত্ন বা এটি কোন সময় ফোটে সে বিষয়ে জানিনা। তাই আজকে এই পোস্টে আমরা জানবো বেলি ফুল কখন ফুটে এবং এর কি ভাবে যত্ন নিতে হয়।
বেলি ফুল কখন ফোটে
সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে বেলফুল ফুটে থাকে এবং এটি বিশেষ করে জুন মাস পর্যন্ত এই বেলি ফুলের মূল ফুটে, তবে গাছের যত্নের উপরে নির্ভর করে বছরে যেকোনো সময় এই ফুল ফোটানো সম্ভব। বেলি ফুলের বিভিন্ন জাত রয়েছে তার মধ্যে কিছু জাতের ফুল একটি নির্দিষ্ট সময় ফোটে, আর কিছু জাতের ফুল সারা বছরে ফুটে থাকে। বেলি ফুল যদি ফোটাতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক মাটি এবং পরিমনির মধ্যে পানি এবং পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন হয় কারণ এছাড়াও বেলি গাছকে নিয়মিত পরিচর্যা পাশাপাশি সার প্রয়োগ করলে সহজেই ওই বিচ থেকে মূল বেরিয়ে হয় এবংফুল ফুটে থাকে।
বেলি ফুল কোন ঋতুতে ফুটে
বিশেষ করে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই বেলি ফুল বেশি দেখা যায়, এছাড়া ও আদি নিবাস হল এশিয়া ইউরোপ ও আফ্রিকা এবং আমরা আরো সবচেয়ে বেশি দেখতে পাই এটি বাংলাদেশই বেশি জর্ম্মাতে দেখা যাই।এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে এই ফুল ব্যবহারিত হয়ে থাকে, যেমন ফুলের মালা, ফুলের তোড়া, সুগন্ধি ফুল হিসেবে বেশ পরিচিত। বাংলাদেশে এটির প্রচুর কদর রোয়েছেএবং এটি একটি অথকরী ফুল।
বেলি ফুলের বিভিন্ন জাত
বেলিফুল সাধারণত তিন ধরনের জাত হয়ে থাকে, সেগুলো নিচে আলোচনা করা হলো:
১। সিঙ্গল ধরনের ও অধিক গন্ধযুক্ত।
২। মাঝারি আকার ও ডবল ধরনের।
৩। বৃহদাকার ডবল ধরনে।
বেশিরভাগ সময় দেখা যায় এ প্রজাতিক গাছের উচ্চতা ১ মিটার হতে পারে, এই ফুল সাধারণত ডিম্বাকার এবং ৪ থেকে ৮ ইঞ্চি লম্বা হয়। বেলিফুল মূলত তিনভাবেই বংশবিস্তার করে থাকে প্রথম টি হলো গুটি কলম, ও দ্বিতীয়টি হলো দাবা কলম, এবং তিন নম্বরটি হলো ডাল কলম। সাধারণত এই তিন পদ্ধতির মাধ্যমেই বেলী ফুলের বংশবিস্তার হয়ে থাকে।
বেলি ফুল চাষ পদ্ধতি
এই ফুলের বীজ সব ধরনের মাটিতে বীজ রোপন করা যায়। এতে কোন সমস্যা হয় না, তবে এটি ভারী এঁটেল মাটিতে তেমন ভালো জন্মেনা। এছাড়াও একটি জৈব পদার্থযুক্ত দোআঁশ মাটির সাথে পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া টিএসপি ও এমপি সার মিশ্রণেে বিভিন্ন বাসা বাড়িতে ফুলের টপে চাষ করা যায়।
জমি ও চারা তৈরি এবং রোপন পদ্ধতি
আমরা জেনেছি বেলিফুল মূলত গুটিকলম ডালকলম, ও দাবা কলম, পদ্ধতিতে এরা বংশবিস্তার করে। তবে বিশেষ করে গ্রীষ্মের শেষ হতে এবং বর্ষা শেষ পর্যন্ত সময়ে এই চারা রোপন পদ্ধতির ব্যবস্থা করা হয়। যদি ভালো শেষ ব্যবস্থা থাকে তাহলে বসন্তকালেও কলম তৈরি করা যায় এতে কোন সমস্যা হয় না।
রোপন পদ্ধতি:
১)এটির চাষাবাদের ক্ষেত্রে জমি বা মাটির ৪-৫ বার চাষ ও মই দিয়ে ঝুরঝুর করা এবং এটির কলমের গোড়ায় প্রয়োজন মত সারের ব্যবস্থা করা।
২)জমি নির্বাচন করে পর্যাপ্ত পরিমাণ সার যেমন জৈব সার ইউরিয়া ফসফেট এবং এমপি দিতে হবে খুব তাড়াতাড়ি এই ফুলের চাষ করা যায়।
৩)তারপর চারা লাগানোর গর্তে মাটির সাথে রোদের মিশ্রণ ঘটিয়ে, তার মধ্যে জৈব সার, ও কাঠের ছাই মিশিয়ে গর্তটিকে বরাট করতে হবে।
৪)এরপর প্রতিটি গর্তে খুব সাবধানে সহিত বেলি ফুলের কলম গুলোকে বসাতে হবে, তবে এই ফুলের কলম বর্ষায় বসালে তাড়াতাড়ি এর ফল পাওয়া যায়।
৫)তারা রোপন করতে হবে বিশেষ করে এক মিটার অন্তর অন্তর এবং চারা থেকে সারির দূরত্ব হবে অন্তত ৫০ মিটার।
৬)সবশেষে চারা লাগানো শেষ হলে ইউরিয়া প্রয়োগ করে পরিমাণ মতো পানি সেচ দিতে হবে।
বেলি ফুলের পরিচর্যা
বেলি ফুলের পরিচর্যা করতে হলে, অবশ্য আপনাকে সঠিক জায়গা ও মাকে নির্বাচন করতে হবে। কারণ প্রতিদিন অন্তত ছয় থেকে ৮ ঘন্টা সূর্যের আলো যাতে করে ফুলের টপ পর্যন্ত আসতে পারে সেভাবেই বসাতে হবে। যতদিন না পর্যন্ত এই গাছে কুঁড়ি আসছে ঠিক ততদিন পর্যন্ত এই চারার যত্ন নিতে হবে।
#টপ নির্বাচন:টপ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই টপের উপরে চারাটি সঠিকভাবে বেড়ে ওঠে। তাই অবশ্যই আপনাকে টপ নির্বাচন করতে হবে, যদি গাছটি ছোট হয় তাহলে ৮ ইঞ্চি টপ নিতে হবে এবং গাছটি যদি বড় হয় সে ক্ষেত্রে ১০ ইঞ্চি থেকে ১২ ইঞ্চির মাটিই উত্তম।
#মাটি প্রস্তুত:বেলে মাটি ব্যতীত প্রায় সব মাটিতেই বেলি ফুলের চারা রোপণ করা যায়, তবে যে দোআঁশ মাটিতে জৈব সার পদার্থ যুক্ত আছে কেবলমাত্র ওই সকল মাটিতেই বেলী ফুল এর চাষ করলে অধিক ফল পাওয়া যায়। তবে নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে এবং টপের নিচে ছিদ্র করে দিতে হবে যাতে করে অতিরিক্ত পানি জমে না থাকে।
#সার প্রয়োগ:টপ নির্বাচন,মাটি নির্বাচন এবং করার পর নির্বাচন করতে হবে স্যার। তাই পরিমাণ মতো জৈব সার ইউরিয়া,ইউরিয়া সার এবং ফসফেট ও এমপি সার প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যাবে।
উপসংহার: পরিশেষে আমরা জানতে পারলাম বেলী ফুল কখন ফোটে ও কিভাবে এর যত্ন নিতে হয়। আমি আশা করি আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর এই প্রশ্নের মধ্যে পেয়ে যাবেন,যদি আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।