লিভার সিরোসিসের প্রাথমিক লক্ষণ গুলো কি কি?

 লিভার সিরোসিসের প্রাথমিক লক্ষণ গুলো কি কি:লিভার আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, আমরা অনেকেই এটির সঠিক ব্যবহার না জানার কারণে লিভারের বড় ধরনের ক্ষতি করে ফেলি।  তাই আজকে এই পোস্টে আমরা জানবো লিভার সিরোসিস এর প্রাথমিক লক্ষণ গুলো কি কি?


লিভার সিরোসিসের প্রাথমিক লক্ষণ গুলো কি কি



        লিভার সিরোসিসের প্রাথমিক লক্ষণ গুলো কি কি


লিভার আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, এছাড়াও এটি শরীরের ময়লা পদার্থ গুলোকে বের করে দেয়।  এবং আমাদের দেহের দূষিত রক্তগুলোকে  পরিষ্কার করে থাকে এবং শরীরে পুষ্টির যোগান  দিয়ে থাকে এই অঙ্গ টি। যকৃতের একটি মারাত্মক রোগ লিভার সিরোসিস। এর ফলে টিস্যুতে দাগের সৃষ্টি হয়, যা লিভারকে স্বাস্থ্যকর টিস্যুতে পরিবর্তন করে। যদি লিভার সিরোসিস বৃদ্ধি পেতে শুরু করে,তাহলে রক্তের প্রবাহ কমতে থাকে এবং লিভার তার কাজ করতে ব্যর্থ হয়।




লিভার সিরোসিসের প্রাথমিক লক্ষণ গুলো কি কি




            লিভারের সমস্যা হলে যে ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে


লিভার সমস্যার কারণে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে, সেগুলোর মধ্যে  উল্লেখ্যযোগ্য কিছু সিমটম নিচে তুলে দেওয়া হল।

জন্ডিস:জন্ডিস এটি কমবেশি সকলেই চিনে থাকে,এছাড়া ও কম বেশী সকলেরই এই রোগ হয়ে থাকে, এটির ফলে তর্ক ও চোখ হলুদ হয়ে যাই। যার প্রধান সমস্যা হলো লিভার সিরোসিস। 

পেটে ব্যথা:এটির কারণে পেটের ডানদিকে অথবা লিভারের উপরে প্রচন্ড করে ব্যাথা হতে পারে, অনেক ক্ষেত্রে রোগীরা বেচার ছটফট করতে থাকে। 

ক্ষুধামন্দা ও ওজন হ্রাস:লিভার ঠিক মত কাজ না করলে হজম  প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, যার ফলে শরীরে পর্যাপ্ত পুষ্টি শোষণ করতে পারে না এতে করে শরীরের ওজন কমতে থাকে। 

ক্লান্তি: আমাদের শরীলে লিভার যখন  ক্ষতিগ্রস্ত হয় তখন  রক্তে পর্যাপ্ত পরিমাণ অ্যালবুমিন তৈরি করতে পারেন না,যার ফলে শরীরে শক্তি সরবরাহ কমতে থাকে এবং  শরীর দুর্বল হয়ে পড়ে। 

বমি বমি ভাব ও বমি:লিভার সমস্যার কারণে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ  সৃষ্টি হয়, যার ফলে খাদ্যের মধ্যে অনীহা চলে আসেন এবং বমি বমি ভাব হতে থাকে। 

পায়ে ফোলাভাব: আমাদের শরীরে লিভার ঠিকমতো কাজ না করার ফলে শরীরের মধ্যে দুর্বলতা ক্লান্ত ভাব  সৃষ্টি হয়, এছাড়াও রক্তে অ্যালবুমিনের ঘাটতি দেখা যায় যার ফলে অনেকের পা ফুলে যেতে দেখা যায়। 

চুলকানি:লিভার আমাদের শরীরে দূষিত রক্তগুলোতে পরিষ্কার করে থাকে,লিভার সিরোসিস এর কারণে লিভার ঠিকমতো কাজ করতে পারে না যার ফলে শরীরের মধ্যে চুলকানি সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। 

গাঢ় প্রস্রাব ও ফ্যাকাশে মল: লিভারের সমস্যা হলে প্রসব গাঢ় হলুদ ও  ফ্যাকাশে মল পায়খানার রাস্তা দিয়ে বের হবে। 

মনোযোগের অভাব ও বিভ্রান্তি:লিভার সিরোসিস এর করণে আমাদের মস্তিষ্কে টিক মতো অক্সিজেন পোঁছাতে পারে না,যার ফলে আমাদের মনোযোগ এর অভাব দেখা দেয়। 


লিভারের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে ভাইরাস, অ্যালকোহল, ব্যাকটেরিয়া, ইত্যাদি বিভিন্ন সমস্যার কারণে  লিভারের সমস্যা হতে পারে। এর  ধরন বিভিন্ন ধরনের হয়ে থাকে এর উপর ডিপেন্ড করে বিভিন্ন ডাক্তারগণ তার রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে থাকেন।  যদি  আপনাদের মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তার এর পরামশ অনুযায়ী সঠিক চিকিসা নিলে এই রোগ থাকে মুক্তি পাওয়া যাই। 





উপসংহার :পরিশেষে  জানতে পারলাম যে এই লিভার সিরোসিস এর  কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে,এতে করে গাবড়ানোর কারণ নেয়। সঠিক টিটমেন্ট নিলে সহজে এই লিভার সিরোসিস থেকে  মুক্তি পাওয়া যায়। আমি আশা করি আমার এই পোস্ট এ আপনাদের কাঙ্খিত উত্তরটি তুলে ধরেছি। যদি এই পোস্টি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশই কমেন্টস করতে ভুলবেন না। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url