কি গাছের শিকড় খেলে মানুষ পাগল হয়ে যায়?
কি গাছের শিকড় খেলে মানুষ পাগল হয়ে যায়:সাধারণত গাছের শিকড় খেলে মানুষের মৃত্যু হয় না, কিন্তু আমরা অনেকেই জানিনা শিকড় খেলে কি কি সমস্যা আমাদের হতে পারে। তাই আজকের এই পোস্টে জানবো শিকড় খেলে মানুষ এর কি কি সমস্যা হতে পাররে।
কি গাছের শিকড় খেলে মানুষ পাগল হয়ে যায়
সাধারণত আমরা জানী যে,গাছের শিকড়ে বিভিন্ন ধরনের ঔষধি গুন্হ রয়েছে যা আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী। এ ছাড়ো ও অনেক ধরনের শেখর রয়েছে যা শরীরের জন্য ক্ষতিকর ও বটে, মানুষ এই শিকড় খাওয়ার ফলে অসুস্থ কিংবা মারা যেতে পারে। এই গাছগুলোর মধ্যে রয়েছে:
*সাইকোট্রিয়া:একটি দক্ষিণ আমেরিকার একটি গাছ, এই গাছের শিকরের মধ্যে রয়েছে ডি এম টি নামক এক ধরণের সক্রিয় যৌগিক পদার্থ। যা উচ্চমাত্রায় ডি এম টি গ্রহণের ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা ও মানসিক রোগ দেখা দিতে পারে।
*বিষাক্ত আইভি:এটি উত্তর আমেরিকা একটি গাছের,এর মধ্যে রয়েছে এক ধরনের বিশেষ তেল যা শরীরের চুলকানি ও তর্ক ফলা সৃষ্টি করতে পারে।
*ওয়াটার হেমলক:এই গাছটি কম বেশি সবাই চিনে এটি ইউরোপ ও উত্তর আমেরিকার একটি জলজ উদ্ভিদ,এটির শিখর খুবই বিষাক্ত ও মারাত্মক হতে পারে।
যদি আপনি মনে করেন উপরোক্ত গাছের শিকড় গুলো হওয়ার ফলে আপনি অসুস্থ বোধ করেন তাহলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ধুতরা ফুল খেলে কি মানুষ মারা যায়
ধুতরা ফুল একটি বিষাক্ত গাছ, এই গাছের শিকড় খাওয়ার ফলে মানুষ এর মৃত্যু হতে পারে। বিশেষ করে ধুতরা পাতা, ফুল, বীজ ও শিকড়সহ গাছের সকল অংশেই এক ধরনের অ্যাট্রোপিন নামক বিষাক্ত অ্যালকালয়েড থাকে। যার ফলে বমি বমি ভাব, মাথা ঘোরা, দৃষ্টিভ্রম, হৃদস্পন্দন বৃদ্ধি, ত্বক শুষ্ক হওয়া, বিভ্রান্তি এবং উত্তেজনা দেখা দিতে পারে। ধুতরা ফুল খেলে যেসব সমস্যা মানুষের মধ্যে দেখা দিতে পারে তার মধ্যে বেশ কিছু উল্যেখ যোগ্য লক্ষণ হলো,বমি বমি ভাব, ডায়রিয়া হওয়া, পেটে তীব্র ব্যাথা, দৃষ্টি স্বল্পতা, জ্বর ও শ্বাসকষ্ট এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।
ধুতুরা ফুলকে কি ধরনের ফুল বলা হয়
সাধারণত দ্রুতরা ফুলকে বিষাক্তফুল বলা হয়, কারণ এর মধ্যে রয়েছে বিশেষ ধরনের বিষাক্ত অ্যালকালয়েড থাকে। যা মানব দেহের জন্য ক্ষতিকর এছাড়াও এই ফুলের বেশ কিছু উপকারিতা রয়েছে যেমন শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ও চর্ম রোগের চিকিৎসায় এই ফুলের রস ব্যবহার হয়ে থাকে। তবে এই ফুলের বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন লাল, বেগুনি, হলুদ,ও সাদা এ প্রজাতিক ফুল সবচেয়ে বেশি দেখা যায়।
উপসংহার: সুতরাং আমরা জানলাম যে কি গাছের শিকড় খেলে মানুষ পাগল হয়ে যায়, এছাড়াও আরো জানলাম দূতরা ফুলকে কি ধরনের ফুল বলা হয় এবং এর উপকারিতা ও অপকারিতা আপনাদের মাঝে তুলে ধরেছেছি। আমি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর এই পোষ্টের মধ্যে পেয়ে যাবেন। যদি আমার এই পোস্টি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।